সম্প্রতি নদিয়ার করিমপুরে এক অনাড়ম্বর ঘরোয়া আবহে প্রকাশিত হলো দীপক সাহার গল্প সংকলন 'চেনা ঘটনা অচেনা গল্প'। বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষক ও নাট্যকর্মী কল্যাণ চট্টোপাধ্যায়। গল্প সংকলনটি সম্পাদনা করেছেন সাদাকালো পত্রিকার সম্পাদক গৌরব বিশ্বাস এবং মুখবন্ধ লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনসারউদ্দিন। দীপক সাহার এটি দ্বিতীয় বই। এর আগে ইলশেগুঁড়ি প্রকাশনা থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন 'বদল জীবনের পালা' পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। বাংলাদেশ ঘেঁষা নদিয়া জেলার প্রান্তিক এলাকা থেকে পেশায় শিক্ষক দীপক সাহা লেখালেখি জগতে এখন পরিচিত নাম। দুই বাংলার বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লেখেন।
পলকে বদলে যায় মুহূর্ত। কখনও আবার স্থির হয়ে ধরা দেয় ফ্রিজ-শটে। অজস্র মুহূর্তকুচি মাথার মধ্যে গল্প বুনে চলে অবিরত। কত কথা বলে চলে চরিত্রেরা। সেই সব সংলাপ ও চরিত্রদের নিয়েই দীপক সাহার গল্প সংকলন 'চেনা ঘটনা অচেনা গল্প'। এই বইয়ে গ্রন্থিত আঠাশটি গল্পে চেনাজানা জীবন সাহিত্যের মোড়কে নতুনভাবে চিত্রায়িত হয়েছে। গল্পগুলো বিষয় ও বিষয়ভিত্তিক উপস্থাপনায় অন্যমাত্রায় আর্বিভূত। গল্পে প্রান্তিক জনজীবনের ছবি উঠে এসেছে। গ্রাম পরিবর্তনের নানা দিক একাধিক গল্পকে পুষ্ট করেছে। গল্পের সারিতে পরপর দাঁড়িয়ে যায় প্রবাসী সন্তানের অসহায় বাবা মায়ের করুণ মুখচ্ছবি, করোনাকালীন সময়ে দিশহীন মানুষ,পরিযায়ী শ্রমিকের ঘরে না ফেরা, পাড়ার দাপুটে মস্তান, চিটফান্ডে সর্বস্বান্ত যুবকের আর্তনাদ, বেকার যুবতীর হাহাকার-সহ সমাজ জীবনের নানা কাহিনি। 'চেনা ঘটনা অচেনা গল্প', বইয়ের নামকরণ সার্থক। এই সংকলনের গল্পগুলো নামকরণের সঙ্গে সাযুজ্য রেখে পাঠকের ' সহযাত্রী' হয়ে বাংলা কথাসাহিত্যের পথ আলোলিত করবে।
চেনা ঘটনা অচেনা গল্প
দীপক সাহা
সাদাকালো প্রকাশনা
সম্পাদক – গৌরব বিশ্বাস
মূল্য - ২৫০ টাকা
Share the content if you like it.